গত ২০১৫ইং সালের বৈশাখী মেলার ছবি
শহীদুল ইসলাম প্রামানিক
গত ২০১৫ইং সালের বৈশাখী মেলায় কি ছিল আর কি ছিল না। কি চেয়েছেন? কি পেয়েছেন? কি পাননি? পহেলা বৈশাখে ঢাকার প্রেস ক্লাব থেকে শাহবাগ হয়ে বাংলা একাডেমী পর্যন্ত কয়েক হাজার দোকান বসেছিল সেই সব দোকানের মধ্য থেকে বেছে বেছে কিছু দোকানের ছবি।
ছবি-০১
নানা রকম বেলুন।
ছবি-০২
মোহন বাঁশি।
ছবি-০৩
এই ভেঁপুগুলোর বিকট শব্দ।
ছবি-০৪
ক্রিকেট ব্যাট।
ছবি-০৫
কটর কটর খেলনা।
ছবি-০৬
প্লাষ্টিকের ফুল।
ছবি-০৭
ছোটদের ছাতা।
ছবি-০৮
একতারা।
ছবি-০৯
চিরুনীর সমাহার
ছবি-১০
বাচ্চাদের চপ্পল
ছবি-১১
বাঁশের তৈরী ধামা, কুলা, চালুন।
ছবি-১২
বাহারী রুমাল
ছবি-১৩
আকর্ষনীয় টুপি
ছবি-১৪
বেডসীট।
ছবি-১৫
চমৎকার ফুলের সো পিস
ছবি-১৬
বাচ্চাদের ফ্যাশন টুপি।
ছবি-১৭
ছন খড়ের তৈরী ঝুড়ি।
ছবি-১৮
কি চমৎকার!
ছবি-১৯
কি সুন্দর ফুল!
ছবি-২০
তাল পাখা।
ছবি-২১
যাকে বলে দেশি ডাব।
ছবি-২২
ঝাল, নুন, শরষেবাটা মেশানো কাঁচা আম।
ছবি-২৩
শিশুদের খেলনা হাঁড়ি পাতিল।
ছবি-২৪
খাজা, গজা, খুরমা এসব না কিনলে মেলায় যাওয়াটাই বৃথা।
ছবি-২৫
ফোমের হরিণ
।
ছবি-২৬
কি সুন্দর খাঁটি গ্রামের পাটের সিকা। আগে গ্রামে এই সিকা দিয়েই ঘর সাজানো হতো। কালের বিবর্তনে সিকার কদর কমে গেছে।
ছবি-২৭
আকর্ষণীয় কপালের টিপ।
ছবি-২৮
প্লাস্টিকের থালা বাটি।
ছবি-২৯
গৃহিনীদের খুশি হওয়ার যন্ত্র।
ছবি-৩০
যাকে বলে ফুচকা, এত গরমেও লোভ লাগে।
ছবি-৩১
ফোকলা দাঁতের বুড়িদের পান ছেঁচার যন্ত্র।
ছবি-৩২
গৃহিনীর আকর্ষনীয় তৈজসপত্র।
ছবি-৩৩
খেলনা আসবাব পত্র।
ছবি-৩৪
মজাদার আখের রস।
ছবি-৩৫
প্লাস্টিকের ঢোল।
ছবি-৩৬
দাঁতের ব্রাশ।
ছবি-৩৭
গরমের আরাম আইসক্রিম।
ছবি-৩৮
কি সুন্দর নুপুর!
ছবি-৩৯
কাঁচের বাটি গ্লাস।
ছবি-৪০
মচমচে চিংড়ির মাথা।
ছবি-৪১
রেশমী চুড়ি।
ছবি-৪২
বাংলাদেশসহ পৃথিবীর ম্যাপ।
ছবি-৪৩
কানের সৌন্দর্য।
ছবি-৪৪
সান গ্লাসের সমারোহ।
ছবি-৪৫
আকর্ষণীয় পুঁথির মালা।
ছবি-৪৬
গরমের ফ্রুট।
ছবি-৪৭
দেখলেই জিহ্বায় জল চলে আসে।
ছবি-৪৮
গরমের আরাম তাল পাখা।
ছবি-৪৯
আহ হা রে কি মজার তেতুল – –!!! এক্কেরে খাঁটি গ্রামের।
ছবি-৫০
বেলের শরবত।
ছবি-৫১
কুলফি মালাই
ছবি-৫২
হায়রে মজার আচার!!!!
ছবি-৫৩
মচমচে পাপড় ভাঁজা।
ছবি-৫৪
ডুগডুগি
ছবি-৫৫
অবশেষে কিছু বড়ই নিয়ে বাড়ি চলে যান।
Recent Comments