বসন্তের গান -০১
শহীদুল ইসলাম প্রামানিক
শিমুল ডালে রাঙা ফুলে বসন্তেরি আগমন
এমন দিনে বন্ধু বিনে ঘরে কি আর থাকে মন।
পুবাল হওয়ায় মন উতালা– নেচে উঠে কি সুখে
বসন্তেরি লাগল হাওয়া পরশ পাওয়া এই বুকে
গাছের ডালে পাতায় পাতায় বাতাসেরি হয় রণন
এমন দিনে বন্ধু বিনে ঘরে কি আর থাকে মন।
কুহু কুহু কোকিল ডাকে বনে বনে ফাগুন লাল
রোদের ঝলক ঝিলিক মারে ঝলসে উঠে টিনের চাল
দুঃখ ভরা মনখানি আজ উদাস হাওয়ায় নির্বাসন
এমন দিনে বন্ধু বিনে ঘরে কি আর থাকে মন।
Recent Comments